বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বাজারে এলো সাশ্রয়ী দামের নতুন ইলেকট্রিক সাইকেল। ব্যাটারিচালিত এই সাইকেল এনেছে টাটা। বেশ কয়েকটি মডেলে ই-সাইকেলগুলো পাওয়া যাচ্ছে।
মডেলভেদে ২৫ থেকে ৩৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বৈদ্যুতিক সাইকেলগুলোতে। এর মডেলগুলো হলো-টাটা স্ট্রাইডার ম্যাক্স, স্ট্রাইডার জেটা প্লাস এবং স্ট্রাইডার ভোল্টিক।
ভারতের বাজারে সাইকেল তিনটি পাওয়া যাচ্ছে ২৬ হাজার রুপি থেকে ৩০ হাজার রুপির মধ্যে।
পরিবেশবান্ধব এই সাইকেলগুলোতে ৩০ থেকে ৩৫ কিলোমিটার রেঞ্জ পাবেন আপনি। সঙ্গে থাকছে ডিস্ক ব্রেক, সাসপেনশন, ডিসপ্লে এবং ইলেকট্রিক মোটর। সাইকেলগুলোর সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর ব্যাটাারি ফুল চার্জ হতে সময় লাগে ৩ ঘণ্টা।
টাটার নতুন মডেলের ই-সাইকেলে ৩৬ ভোল্ট ৭.৬৫ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারিতে চলবে ২৫০ ওয়াটের হাব মোটর। ব্যাটারি ফুল চার্জে ৪০ কিলোমিটার রেঞ্জ দেবে।
ফিচার্স এবং হার্ডওয়্যার হিসাবে সাইকেলে মজুত ডুয়াল ডিস্ক ব্রেক, এলসিডি মাল্টি ফাংশনাল ডিসপ্লে, ফ্রন্ট লাইট এবং ইন্টিগ্রেটেড হর্ন। যা এটিকে অন্যান্য সাইকেলের থেকে আলাদা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।