জুমবাংলা ডেস্ক : আগামী ২০২৪-২৫ অর্থবছর থেকে এলইডি ল্যাম্প ও এনার্জি সেভিং ল্যাম্পের দাম বাড়ছে। এ খাতের শিল্পগুলোকে আমদানি উপকরণের উপর প্রযোজ্য আমদানি শুল্ক শূন্য শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
তিনি বলেন, কতিপয় পণ্য মূলত মধ্যবর্তী বা সম্পূর্ণরূপে প্রস্তুতকৃত পণ্য বিধায় তা উপকরণ আমদানির এ প্রজ্ঞাপন হতে বাদ দেওয়ার সুপারিশ করছি। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি জুন, ২০২৬ পর্যন্ত বলবৎ রাখার লক্ষ্যে এর কার্যকারিতার মেয়াদ উল্লেখ করার সুপারিশ করছি।
আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবে তিনি এ ঘোষণা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।