বাজারের চেয়ে সুপারশপে পণ্যের দাম কম: ভোক্তা ডিজি

ভোক্তা ডিজি

জুমবাংলা ডেস্ক : রমজানকে কেন্দ্র করে বাজারে বাড়তি দামে লেবু-শসা আর বেগুন বিক্রি হলেও সুপারশপে এই তিন পণ্যের দাম কিছুটা কম বলে মন্তব্য করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

ভোক্তা ডিজি

সোমবার (১১ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে রমজানের প্রথম সপ্তাহে অনলাইন ও সুপারশপের নির্দিষ্ট পণ্য বিশেষ ছাড়ে বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ভোক্তার ডিজি।

তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে বাজারে বাড়ছে লেবু-শসা আর বেগুনের দাম। তবে সুপারশপে এই তিন পণ্য কিছুটা কম দামে বিক্রি হচ্ছে।

এ সময় সুপারশপের পাশপাশি অন্যান্য ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজানে ব্যবসায়ীরা যৌক্তিক দামে পণ্য বিক্রিতে এগিয়ে এলে মানুষের কষ্ট অনেকটা কমবে।

এর আগে সকালে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে শান্তিনগর বাজার পরিদর্শনকালে ভোক্তা মহাপরিচালক জানিয়েছিলেন, বিপণন ব্যবস্থার কারণে রমজানের পণ্যের দাম বেড়েছে। মঙ্গলবার বাজার কমিটিগুলোকে চিঠি দেয়া হবে। সঠিক তথ্য না দিলে বাজার কমিটি বিলুপ্ত করা হবে।