পাট দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় পাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টার পর পাট দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা। মূল অনুষ্ঠানের উদ্বোধনও করবেন তিনি। এছাড়া এদিন ইজারার জন্য নির্ধারিত বিজেএমসির ছয়টি মিলের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এছাড়াও পাট দিবসের অনুষ্ঠানে এ খাতে সমৃদ্ধির ধারা চলমান ও বিশেষ অবদান রাখায় পুরস্কার প্রদান করা হবে। ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে এ সম্মাননা।

ফের বাধ্যতামূলক হচ্ছে যানবাহনের বিমা

পাট দিবস উপলক্ষ্যে ১৪ থেকে ১৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে।