এবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একইসঙ্গে তিনি ইসরাইলকে অবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিশ্চিত করতে পেদ্রো ইউরোপসহ আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে কাজ করার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছি।

ফিলিস্তিনে হামলার নিন্দা জানালেও গত ৭ অক্টোবর ইসরাইল ভূখণ্ডে হামাসের হামলার নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। এছাড়া দ্রুত হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের মুক্তি দাবি জানান তিনি।

পেদ্রো সানচেজ বলেন, হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা সমর্থন করিনা।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরাইল একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’। তাদের সেনাবাহিনী গাজায় যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে তিনি আরও বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং এটি ফিলিস্তিনি জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সত্তা। তারা স্বাধীনতাকামী যোদ্ধা, যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন।

গাজায় ইসরাইলের এক মন্ত্রীর পারমাণবিক বোমা ফেলার প্রসঙ্গ টেনে ইসরাইলের পারমাণবিক অস্ত্র আছে কি না তা ঘোষণা করতে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তুর্কি নেতা।

গত ৭ অক্টোবর ইসরাইলের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় সাড়ে চার হাজারেরও বেশি শিশুসহ ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।