ব্রাজিলের জার্সি পেয়ে নৌকা উপহার দিলেন প্রধানমন্ত্রী

shk

জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফরে থাকা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

shk

সোমবার সকালে মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাতে দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিলের একটি জার্সি উপহার দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীও তার দলের প্রতীক নৌকা উপহার দেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীকে দেওয়া জার্সিতে ‘শেখ হাসিনা’ লিখে দিয়েছে ব্রাজিল। তবে জার্সিতে কোনো নম্বর দেওয়া হয়নি।

এদিকে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশে ঈদ কবে জানা যাবে কাল

রবিবার সকালে দুইদিনের সফরে ঢাকায় আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে তার এই সফর।