বিমানে ছোট এক শিশুকে কোলে নিয়ে আদর করলেন প্রধানমন্ত্রী

বিমানে প্রধানমন্ত্রী

জুমবাংলা ডেস্ক : বেলজিয়াম যাওয়ার পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যাত্রীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিমানে প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে প্রধানমন্ত্রী বিমানের যাত্রী ও ফ্লাইট ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিমানে প্রধানমন্ত্রী2

মঙ্গলবার মধ্যরাতে সাংবাদিক ইয়াসিন কবির জয় তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী বিমানের প্রতিটি যাত্রীর সঙ্গে হেঁটে হেঁটে কথা বলেন।

বিমানে প্রধানমন্ত্রী১

শিশুদের সঙ্গে মজা করে কথা বলা ছাড়াও প্রধানমন্ত্রী বয়স্কদের জড়িয়ে ধরে তাদের কুশল জানতে চান।

টিস্যু না রুমাল, কোনটা ব্যবহার সবচেয়ে স্বাস্থ্যকর

এ সময় তিনি একটি ছোট এক শিশুকে কোলে নিয়ে আদর করেন। অনেকেই মোবাইল ফোন বা ক্যামেরা হাতে নেন ছবি তোলার জন্য। অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে, নারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন।