‘কিল হিম টু’ নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন নির্মাতা

কিল হিম

বিনোদন ডেস্ক : ‘কিল হিম’র পর এবার সিনেমাটির সিক্যুয়াল আনছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। সিনেমাটির খুব শিগগিরই শুটিং শুরু হবে। এমন সুসংবাদ দেয়ার পাশাপাশি সিনেমাটি নিয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন নির্মাতা।

কিল হিম

ইকবাল বলেন, ‘কিল হিম’ -এ অনন্ত জলিল ও বর্ষা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। এবারও ‘কিল হিম টু’-তে তারা অভিনয় করবেন। গল্পের প্রয়োজনে আরও এক হিরো, হিরোইন থাকতে পারে।

নির্মাতা ইকবাল আরও বলেন, তবে এ সিনেমায় এবার ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের নানা পাটেকর কিংবা সুনীল শেঠিকে। দুজনের সাথেই কথা হচ্ছে। সময় ম্যাচিং হলে চূড়ান্ত হবে সিনেমায় কে চুক্তিবদ্ধ হচ্ছেন।

সিনেমার কাস্টিং নিয়ে কথা বলার পাশাপাশি সিনেমার মহরত নিয়েও কথা বলেন ইকবাল। জানান, দেশে এবারই প্রথম চলন্ত অবস্থায় মহরত হবে ‘কিল হিম টু’-র। যা আগে কখনও কেউ করেনি।

মহরত প্রসঙ্গে ইকবাল বলেন, সাধারণত একটি ঘরে সিনেমার মহরত হয়। কিন্তু আমরা সে পথে হাঁটব না। মহরতের নতুন স্টাইল চালু করব এবং পুরো ঢাকা শহর ঘুরব।

অনন্ত-রাধিকার ‘মামেরু’ অনুষ্ঠানে হবু বরের হাত ধরে এলেন জাহ্নবী

সিনেমায় পাবলিসিটি অনেক বড় বিষয়। পাবলিসিটি না হলে সিনেমা মানুষ দেখতে চায় না। যখন নতুন পাবলিসিটি দর্শক পান তখনই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেন দর্শক। তাই নতুন সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী তিনি।