বিনোদন ডেস্ক : টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছে। তিনি ছিলেন জেমস ক্যামেরনের ডান হাত। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
শনিবার প্রয়াত প্রযোজকের পরিবারের তরফ থেকে মৃত্যুর খবরটি জানানো হয়েছে। জন ল্যান্ডাউর ছেলে জানিয়েছেন, শুক্রবার লস অ্যাঞ্জেলসে মৃত্যু হয়েছে তার। ১৬ মাস ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন তিনি।
প্রিয় বন্ধুর মৃত্যুর খবরে ভেঙ্গে পড়েছেন ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’ ছবির পরিচালক জেমস ক্যামেরন। ক্যামেরনের স্বপ্ন পূরণের পথে তিনি ছিলেন অন্যতম সহায়ক।
জেমস ক্যামেরনের সঙ্গে জুটি বেঁধে সর্বকালের সবচেয়ে বড় তিনটি ব্লকবাস্টার ছবি নির্মাণ করেছিলেন তিনি। ল্যান্ডাউ ও ক্যামেরন একসঙ্গে ইতিহাসের অন্যতম বড় ব্লকবাস্টার ‘টাইটানিক,’ ‘অ্যাভাটার’ এবং এর সিকুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ উপহার দিয়েছেন দর্শকদের।
জন ল্যান্ডাউ তিনটি অস্কার মনোনয়ন পেয়েছেন। ১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে সেরা ছবির অস্কার জেতেন জন ল্যান্ডাউ৷
সূত্র: হলিউড রিপোর্টার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।