আন্তর্জাতিক ডেস্ক : দিনের বেলায় নয়, একমাত্র রাত হলেই ঘুরঘুর করতে দেখা যায় এক প্রজাতির সাপকে। শিকার শুরু হয় তখনই। এরা বিষধর এবং বিরলতমও বটে। ঘন জঙ্গলে এর উপস্থিতিও টের পেয়েছেন পর্যটক থেকে বন দপ্তরের কর্মীরা। যা ঘিরে সম্প্রতি শোরগোল পড়েছে বিহারে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বিরলতম বিষধর সাপের নাম কমন ক্যাট স্নেক। বৈজ্ঞানিক নাম বোইগা ট্রাইগোনাটা। বিহারের পশ্চিম চম্পারন জেলার বাল্মিকী টাইগার রিজার্ভে এই সাপের দেখা মিলেছে। যাকে স্থানীয়রা ‘বিড়াল সাপ’ বলে। ২০২২ সালে প্রথমবার এই সাপের দেখা পাওয়া গিয়েছিল বাল্মিকী টাইগার রিজার্ভে। পর্যটকরাই প্রথমবার সাপটি দেখে বন দপ্তরের কর্মীদের জানিয়েছিলেন।
বাল্মিকী টাইগার রিজার্ভের এক কর্মী জানিয়েছেন, কমন ক্যাট স্নেকের চোখ পুরোপুরি বিড়ালের মতো হয়। যা নজরকাড়া হলেও, ভয়ানকও বটে। এই কারণেই ‘বিড়াল সাপ’ বলা হয় একে। এরা বিষধর। কিন্তু মানুষকে ছোবল মারলেও মৃত্যুর সম্ভাবনা কম। মূলত টিকটিকি, ইঁদুর, পাখি, ব্যাঙ, এইধরনের ছোটখাটো প্রাণীদের ছোবল মারলে, মৃত্যু হতে পারে।
বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন, কমন ক্যাট স্নেক একমাত্র রাতেই শিকার করতে বের হয়। তখনই একমাত্র এরা সক্রিয় থাকে। দিনেরবেলায় বিশ্রাম নেয়। গোটা বিশ্বেই এই প্রজাতির সাপ অত্যন্ত বিরল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।