জুমবাংলা ডেস্ক : দেশে অবিবাহিত নারীর চেয়ে অবিবাহিত পুরুষের হার ১৩ শতাংশ বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩–এ এই তথ্য প্রকাশ করা হয়েছে।
গত ৫ জুন বিবিএসের ওয়েবসাইটে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবিবাহিত পুরুষের হার ৩৫ শতাংশের বেশি। অপর দিকে অবিবাহিত নারীর হার ২২ শতাংশের বেশি। পুরুষের মধ্যে এ হার সিলেট বিভাগে সবচেয়ে বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, এই জরিপের জন্য গত বছরের ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত ১২ হাজার ৪০টি এলাকার ২ লাখ ৯৮ হজার ৭৩৪টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
জরিপে বৈবাহিক অবস্থা বিশ্লেষণ করে আরও বলা হয়েছে যে দেশে ৬৫ শতাংশ জনগোষ্ঠী বিবাহিত। এর মধ্যে বিবাহিত পুরুষের হার ৬৩ শতাংশ, বিবাহিত নারীর হার প্রায় ৬৮ শতাংশ। বিবাহিত জনগোষ্ঠীর হার রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৬৯ শতাংশ এবং সিলেট বিভাগে সর্বনিম্ন ৫৫ শতাংশ। বহুবিবাহের হারও রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি, সিলেটে সবচেয়ে কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।