এক যুবক কুমিরের ঘরে ঢুকে তার লেজ ধরে টানাটানি করেন! কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে ভয়ঙ্কর ঘটনা—তেড়ে আসে বিশালাকৃতির কুমির। এই রোমহর্ষক মুহূর্ত ধরা পড়েছে এক ভিডিওতে, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, এক যুবক কুমির প্রতিপালনকেন্দ্রে প্রবেশ করেছেন। কাদামাখা জলের মধ্যে বিশ্রাম নিচ্ছিল কয়েকটি কুমির। যুবকটি এক বিশাল কুমিরের পেছনে গিয়ে বসেন এবং হঠাৎ করে তার লেজ ধরে টানতে থাকেন। এরপরই ঘটে ভয়ংকর কাণ্ড—কুমিরটি মুহূর্তেই রেগে গিয়ে মুখ ঘুরিয়ে দারুণ গতিতে ছুটে আসে ওই যুবকের দিকে।
তবে সৌভাগ্যক্রমে যুবকও ততটাই দ্রুত প্রতিক্রিয়া দেখান। সময় নষ্ট না করে ঝাঁপিয়ে সরে পড়েন এবং এক লাফে কুমিরের নাগালের বাইরে চলে যান। ভিডিওতে এই উত্তেজনাপূর্ণ দৃশ্য দেখে হতবাক হয়ে যান দর্শকরা।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে ‘The Real Tarzan’ নামক একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ৬০ লাখের বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। লাইক ও কমেন্টে ভরে গেছে পোস্টটি। কেউ কেউ ভিডিওটিকে ‘উন্মাদনার চূড়ান্ত প্রকাশ’ বললেও, অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এমন ঝুঁকিপূর্ণ আচরণ দেখে।
একজন মন্তব্য করেছেন, “এটা সাহসিকতা নয়, বরং বোকামি।” আরেকজন লিখেছেন, “আপনি বিপদের সঙ্গে খেলছেন। একটু ভুল করলেই জীবন শেষ হয়ে যেত।”
উল্লেখ্য, ভিডিওটির সময় ও স্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং এটি কবে ধারণ করা হয়েছে তাও জানা যায়নি। ভিডিওটির সত্যতা যাচাই করেনি।
View this post on Instagram
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.