বাগদানের পরও যে কারণে হয়নি অভিষেক-কারিশমার বিয়ে

অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর

বিনোদন ডেস্ক : সময়টা ২০০০ সাল, একের পর এক হিট সিনেমায় বলিউড পাড়া কাঁপাচ্ছেন অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর। সেই সিনেমা থেকেই গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিষেক-কারিশমা। দুজনের মধ্যে বাগদানও সম্পন্ন হয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে সেই সম্পর্কে ফাটল ধরে তাদের দুই পরিবারের কারণে।

অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর

দীর্ঘ পাঁচ বছর গোপনে প্রেম করার পর শ্বেতা বচ্চনের বিয়েতে একসঙ্গে হাজির হন অভিষেক-কারিশমা। এরপর ২০০২ সালে অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে জয়া বচ্চন ঘোষণা দেন অভিষেক-কারিশমার বাগদানের। জয়া বচ্চনের এমন ঘোষণার পর বলিউড পাড়ায় তখন বইছিল উৎসবের আমেজ।

তবে সেই উৎসব মিলিয়ে যেতে সময় লাগেনি খুব একটা। ২০০৩ সালে অপ্রত্যাশিতভাবে ভেঙে যায় এই সম্পর্ক। সে সময় এই সম্পর্ক ভাঙার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও খুব একটা জানা যায়নি দুই পরিবারের গোপনীয়তার কারণে। তবে পরবর্তীতে এটা প্রকাশ্যে এসেছে।

ভারতীয় গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, জয়া বচ্চন কারিশমাকে শর্ত আরোপ করেছিলেন, বিয়ের পর তাকে অভিনয় ছেড়ে দিতে হবে। যেই শর্তে কারিশমার মা, ববিতা কাপুর কোনোভাবেই রাজি হননি। কেননা, ববিতা তার মেয়ের ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং কারিশমার ভবিষ্যৎ সুরক্ষিত করতে অমিতাভ বচ্চনের কিছু সম্পদ অভিষেকের কাছে হস্তান্তর করার কথা বলেছিলেন। যা নিয়ে দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছিল উত্তেজনা।

কেননা, সেই সময়ে বচ্চন পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল। যার ফলে কারিশমার মায়ের প্রস্তাবে রাজি হওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। যা আবার চিন্তায় ফেলে দিয়েছিল কারিশমার মা ববিতাকে। বচ্চন পরিবারের ঋণ ও আর্থিক প্রতিবন্ধকতার মাঝে তাই মেয়েকে পাঠাতে রাজি ছিলেন না তিনি। যা একটা সময় দেয়াল হয়ে দাঁড়িয়েছিল অভিষেক-কারিশমার ভালোবাসা সম্পর্কে।

সামান্থা অতীত, যার সঙ্গে বাগদান হচ্ছে নাগা চৈতন্যর

পরে সেই ধাক্কা সামলে ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। যদিও পরে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তার। অন্যদিকে ২০০৭ সালে ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন অভিষেক বচ্চন।