Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বিশ্বজুড়ে জনপ্রিয় এসব তারকা যে কারণে ভিনদেশে নিষিদ্ধ
    বিনোদন

    বিশ্বজুড়ে জনপ্রিয় এসব তারকা যে কারণে ভিনদেশে নিষিদ্ধ

    Tarek HasanJuly 6, 20244 Mins Read
    Advertisement

    বিনোদন ডেস্ক : বলা হয়ে থাকে শিল্পের নির্দিষ্ট কোনো গণ্ডি নেই। শিল্পীরা নিজ দেশের বাইরেও তুমুল জনপ্রিয় হতে পারেন। তবে এমন অনেক আন্তর্জাতিক তারকা রয়েছেন যাঁরা চাইলেই সব দেশে পারফর্ম করতে পারেন না। বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে অনেকেই রয়েছেন নিষিদ্ধের তালিকায়। মাদক কিংবা ধর্মীয় ও রাষ্ট্রীয় নীতির রোষানলে পড়ে তাঁরা নিষিদ্ধ হয়েছেন।

    star

    সেলেনা গোমেজ
    সংগীত শিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। আবেদনময়ী এ সংগীত শিল্পীর লাইভ কনসার্ট দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা। মিষ্টি চেহারার এই গায়িকা কেড়েছেন অগণিত পুরুষের ঘুম। ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চায় থাকেন তিনি। ভিন দেশে পারফরমেন্সে নিষিদ্ধের তালিকায় রয়েছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী। তিব্বতের ধর্মীও গুরু দলাই লামার সঙ্গে সাক্ষাতের একটি ছবি ২০১৪ সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। ভারতে স্বেচ্ছা নির্বাসনে থাকা দালাই লামা তিব্বতে প্রবাসী সরকার গঠনের পর থেকে চীনে অজনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এর জেরে চিনের সাংহাই ও গুয়াংজুতে সেলেনা গোমেজের কনসার্ট বাতিল করা হয়।

    মাইলি সাইরাস
    মার্কিন সংগীত শিল্পী, গীতিকার ও অভিনেত্রী মাইলি সাইরাসের প্রকৃত নাম ডেসটিনি হোপ সাইরাস। মাত্র ১৫ বছর বয়সে জনপ্রিয় হয়ে ওঠেন এই পপ তারকা। ২০০৮ সালে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের ফটো শুটে টপলেস পোজ দিয়ে আলোচনা–সমালোচনার জন্ম দেন। বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন ডিজনি চ্যানেল শো ‘হানা মন্টানা’ সিরিজে পারফরম্যান্সের কারণে। এই পপ তারকাও চীনে নিষিদ্ধ। ২০০৯ সালে বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করার পর তাঁকে চীনে নিষিদ্ধ করা হয়। ছবিতে তাঁরা চোখ ছোট করে পোজ দিয়েছিলেন। চীনাদের ব্যঙ্গ করার অভিযোগ তাঁকে নিষিদ্ধ করা হয়।

    ব্র্যাড পিট
    হলিউডের হার্টথ্রব অভিনেতা ব্র্যাড পিট। সিনেমা প্রযোজনায়ও যুক্ত জনপ্রিয় এই অভিনেতা। বিশ্বে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যেও একজন তিনি। বিশ্বজুড়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় থাকা এ অভিনেতাও চীনে নিষিদ্ধ। তিব্বত সম্পর্কিত একটি সিনেমার জন্য তাঁকে চীনে নিষিদ্ধ করা হয়। ব্র্যাড পিট অভিনীত ‘সেভেন ইয়ারস ইন তিব্বত’ সিনেমায় হিমালয় অঞ্চলে কঠোর চীনা শাসনের চিত্রায়ণ করা হয়। এতে একজন তরুণ দালাই লামার সঙ্গে একজন অস্ট্রীয় অনুসন্ধানকারীর সম্পর্কের বিষয়টি চীন সরকার পছন্দ করেনি। পরে তাঁকে চীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

    জাস্টিন বিবার
    কানাডীয় পপ তারকা জাস্টিন বিবারের খ্যাতি বিশ্বজুড়ে। খুব অল্প বয়সেই ক্যারিয়ারে সফলতা পান এই সংগীত শিল্পী। ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক সময় পড়েছেন সমালোচনার মুখে। কখনোবা অসুস্থতার খবর মন কাঁদিয়েছে ভক্ত-অনুরাগীদের। তবে বিচ্ছিন্ন কিছু কারণে নিষিদ্ধের তালিকায় রয়েছেন এই পপ তারকা। আপত্তিকর আচরণের অভিযোগ চীনে তাঁর শো নিষিদ্ধ। লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাতেও তিনি নিষিদ্ধ। সেখানকার একটি ক্লাবে এক সংগীত শিল্পীর ওপর তাঁর বডিগার্ডদের হামলার ঘটনায় বিবার নিষিদ্ধ হন।

    বিয়ন্সে
    জনপ্রিয় মার্কিন পপ তারকা বিয়ন্সে প্রায়ই ক্যামেরার সামনে সাহসী অবতারে হাজির হন। খোলামেলা পোশাকের কারণে দর্শক মহলে সমালোচিত। মঞ্চে অত্যন্ত আবেদনময়ী অঙ্গভঙ্গিতে নাচতে দেখা যায় তাঁকে। এই সংগীত শিল্পীকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২০০৭ সালে মালয়েশিয়ায় পারফর্ম করার কথা ছিল বিয়ন্সের। কিন্তু দেশটির কঠোর মুসলিম নেতৃত্বের রোষানলে পড়ে তা ভেস্তে যায়। মালয়েশিয়ার জন্য ‘খুব উত্তেজক’ আখ্যায়িত করে ‘অশালীন পোশাক’ নিয়ে উদ্বেগের কারণে তাঁকে নিষিদ্ধ করা হয়। মালয়েশিয়ার কনসার্টে নারী পারফরমারদের কাঁধ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখার বাধ্যবাধকতা রয়েছে। মঞ্চে ক্লিভেজও দেখানো যায় না।

    লেডি গাগা
    তাঁর সুরে মাতাল গোটা দুনিয়া। তিনি মার্কিন পপ তারকা লেডি গাগা। পুরো নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। তবে বিশ্বব্যাপী লেডি গাগা নামেই পরিচিত। একাধারে গীতিকার, সংগীত প্রযোজক, নৃত্যশিল্পী, অভিনেত্রী ও ব্যবসায়ী। নানা কারণে সমালোচিতও তিনি। এক সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই পপ তারকা ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তাঁর পারফর্ম করার কথা ছিল, তবে সেখানকার ইসলামপন্থীদের তোপের মুখে পড়েন এই গায়িকা। তাঁকে ‘অতি অশ্লীল’ আখ্যায়িত করে নিষিদ্ধ করা হয়।

    স্নুপ ডগ
    তাঁর আসল নাম ক্যালভিন কর্ডোজার ব্রডাস জুনিয়র। তবে বিশ্ব তাঁকে স্নুপ ডগ নামেই চেনেন। আমেরিকান এই র‍্যাপার রেকর্ডিং প্রযোজক, পাশাপাশি করেছেন অভিনয়ও। নরওয়েতে এ র‍্যাপারকে নিষিদ্ধে করা হয়েছে। মাত্র ৮ গ্রাম গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টা করলে দুই বছরের জন্য নরওয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

    প্যারিস হিলটন
    মার্কিন মডেল, সংগীত শিল্পী, অভিনেত্রী ও ব্যবসায়ী তিনি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে বেড়ান তিনি। লাস ভেগাসে মাদক সম্পর্কিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন এই মডেল। ওই সময় তাঁকে কোকেন রাখার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছিল। এ ঘটনার জেরে তাঁকে জাপানে নিষিদ্ধ করা হয়। ২০১০ সালে জাপানের রাজধানী টোকিওর বিমানবন্দরে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন প্যারিস। পরে বিমানবন্দর থেকেই একটি প্রাইভেট জেটে লস অ্যাঞ্জেলেসে ফিরে যেতে হয়েছিল এই মডেলকে।

    এই নিষিদ্ধ চিনা ব্র্যান্ডকে ফের ভারতে ফিরিয়ে আনছেন মুকেশ অম্বানি

    ৫০ সেন্ট
    আমেরিকান র‍্যাপার, অভিনেতা এবং উদ্যোক্তা তিনি। কার্টিস জেমস জ্যাকসন নাম হলেও তিনি ৫০ সেন্ট নামেই পরিচিত। হিপহপ শিল্পে জনপ্রিয় এই র‍্যাপারও রয়েছেন নিষিদ্ধের তালিকায়। কানাডায় তাঁর শো নিষিদ্ধ। টরন্টোর পার্লামেন্টের একজন সদস্য তাঁকে কানাডায় প্রবেশে বাধা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এই র‍্যাপারের গানের কথায় বন্দুক সহিংসতার পক্ষে বলা হয়েছে বলে অভিযোগ করেন ওই পার্লামেন্ট সদস্য।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক তারকা এসব কারণে জনপ্রিয়? তারকা নিষিদ্ধ বিনোদন বিশ্বজুড়ে ভিনদেশে
    Related Posts
    শ্রদ্ধা কাপুরের গোপন ভিডিও

    প্রেমিকের সঙ্গে শ্রদ্ধা কাপুরের গোপন ভিডিও ফাঁস

    July 9, 2025
    মরদেহ উদ্ধার

    ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

    July 9, 2025
    পিয়া বিপাশা

    বিয়ে করলেন পিয়া বিপাশা, পাত্র কে?

    July 9, 2025
    সর্বশেষ খবর
    মির্জা ফখরুল

    শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

    ফুটবল ক্লাবের চিরসবুজ ইতিহাস

    বিশ্ব বিখ্যাত ফুটবল ক্লাবের চিরসবুজ ইতিহাস: রিয়াল মাদ্রিদের অমর কাহিনী

    লিটনকে বাদ

    লিটনকে বাদ দেওয়ার কারণ জানালেন অধিনায়ক মিরাজ

    শ্রদ্ধা কাপুরের গোপন ভিডিও

    প্রেমিকের সঙ্গে শ্রদ্ধা কাপুরের গোপন ভিডিও ফাঁস

    আবহাওয়ার খবর বৃষ্টির

    আবহাওয়ার খবর: দেশের সব বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

    Manikganj

    জাপান গমনেচ্ছুদের সাথে এ কেমন মশকরা!

    শেখ হাসিনার

    এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব

    ব্যাংকিং সুবিধা ও প্রতারণা

    ব্যাংকিং সুবিধা ও প্রতারণা থেকে বাঁচার উপায়:জরুরি টিপস

    আত্মবিশ্বাস বাড়ানোর উপায়

    ইন্টারভিউ তে সফল হওয়ার গোপন মন্ত্র: আত্মবিশ্বাস বাড়ানোর উপায় শিখুন এখনই!

    মরদেহ উদ্ধার

    ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.