যে কারণে দেশে ‘টাইগার ৩’ আমদানির অনুমতি পায়নি

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ সিনেমা বিশ্বব্যাপী গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে। একইদিনে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি না পেয়ে দেশে মুক্তি দেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেয় কর্তৃপক্ষ।

পোস্টে লেখা ছিল, গত ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউডের সুপারস্টার সালমান খান অভিনীত এবং ইয়াস রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার ৩’।

১২ নভেম্বর জাজ মাল্টিমিডিয়ার ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে ‘টাইগার ৩’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেয়ার কথাছিল। তবে সিনেমাটির জন্য ভারতের ফিল্ম প্রোডাকশন কোম্পানি যশ রাজ ফিল্মসের সাথে জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশের হল রাইটস বিষয়ে চুক্তিও করে। এরপর নিয়ম অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ে ‘টাইগার ৩’ সিনেমাটি আমদানির জন্য আবেদন করে। সেই প্রেক্ষিতে ২ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে সর্বসম্মতিতে সিনেমাটি আমদানির জন্য অনুমতি প্রদান করা হয় এবং অনুমোদিত ফাইলটি তথ্যমন্ত্রী মহোদয়ের অনুমতির জন্য তার দফতরে পাঠানো পর্যন্ত হয়।

তবে জাজ মাল্টিমিডিয়া এখন পর্যন্ত ‘টাইগার ৩’ সিনেমাটি আমদানির অনুমতি পায় নাই। যেহেতু এখন পর্যন্ত সিনেমাটি আমদানির অনুমতি পায় নাই, এইজন্য কোনো দুঃখ নাই। বরং এইভেবে আনন্দিত যে, আমাদের তথ্যমন্ত্রী আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কতটা চিন্তিত! বাংলা সিনেমার যাতে কোনো ক্ষতি না হয়, এই ভেবে ‘টাইগার ৩’ সিনেমার আমদানি বন্ধ রেখেছেন।

ওই পোস্ট জাজ কর্তৃপক্ষ আরও লেখেন, ‘আমরা আশা করি, সব সময়ের জন্য ভারতীয় সিনেমা আমদানি বন্ধ করে আমাদের হল সমূহে বাংলা সিনেমা নির্বিঘ্নে চলার জন্য সব সময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ তথ্যমন্ত্রী।

এর আগে ২০১২ সালে মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল। এর ঠিক ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর এখন প্রেক্ষাগৃহে চলছে ‘টাইগার ৩’। যেটির অপেক্ষায় ছিল সালমানভক্তরা। সিনেমাটিতে অভিনয় করেছেন আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি।