বিনোদন ডেস্ক : অপেক্ষা আর মাত্র দু’দিনের। এরপরই দিওয়ালিতে (১২ নভেম্বর) মুক্তি পেতে চলেছে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। তবে মুক্তির আগেই সিনেমাটি গড়েছে নতুন রেকর্ড। শুক্রবার হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।
ভারতীয় বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, যশরাজ স্পাই ইউনিভার্সের সিনেমাটির অ্যাডভান্স বুকিংইয়ে পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইতোমধ্যেই প্রথম দিনের অ্যাডভান্স বুকিং থেকে ভারতে ১২.৪৩ কোটি রুপি লাভ করেছে মুভিটি। যা দিওয়ালির দিনে অগ্রিম টিকেট বুকিংয়ে নতুন রেকর্ড।
প্রতিবেদনে আরও বলা হয়, ১২ নভেম্বরের জন্য ৪ লাখ ৬২ হাজার টিকিট বিক্রি হয়েছে ইতোমধ্যেই।
এর আগে, ‘টাইগার থ্রি’র ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। সিনেমাটিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফের পাশাপাশি খলনায়ক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমীকে। সিনেমাটির প্রযোজক আদিত্য চোপড়া স্পাই ইউনিভার্সের (ওয়াইআরএফ) মধ্য দিয়ে সালমান খান, শাহরুখ খান এবং হৃত্বিক রোশনকে একত্রিত করবেন এক পর্দায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।