মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় শীতে কাঁপছে দেশের যে অঞ্চল

সর্বনিম্ন তাপমাত্রা

জুমবাংলা ডেস্ক : রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। শনিবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী উত্তরের পদ্মাপাড়ের জেলা রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

সর্বনিম্ন তাপমাত্রা

এর আগের দিন শুক্রবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও একদিন পর তা মাঝারি শৈত্যপ্রবাহ নামল। এর ফলে কনকনে শীতে কাঁপছে রাজশাহী। বেলা গড়ানোর পর সূর্যের দেখা পাওয়া গেলেও ঠান্ডা কমেনি হিমবাতাস বয়ে যাওয়ার কারণে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। তবে শীতের কারণে কষ্ট পাচ্ছেন দিনমজুর ও খেটেখাওয়া মানুষ। শীতের ভেতরেও কাজের সন্ধানে তাদের বের হতেই হচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত ১১ জানুয়ারি রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। এরপর শনিবার তা ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এটিই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী, আরও দুই থেকে তিন দিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।