জুমবাংলা ডেস্ক : সারা দেশে জেঁকে বসেছে শীতের তীব্রতা। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় তাপমাত্রা কমেছে। উত্তরের জেলাগুলোর মধ্যে নওগাঁ ও দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছী আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার নওগাঁ ও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চলতি মাসের শেষের দিকে শৈত্য প্রবাহ আসতে পারে। এ ছাড়া রাজশাহী, রংপুর বিভাগের সব জেলাতেই মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলবে আরও কয়েকদিন।
নওগাঁয় তীব্রশীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে প্রচন্ড শীতকষ্ট পোহাতে হচ্ছে দিনমজুর, কৃষিশ্রমিক এবং ছিন্নমুল মানুষদের। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও শীতের কারণে লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না। ফলে রিকশা-ভ্যানচালক ও দিনমজুরদের আয় একদম নেই বললেই চলে।
প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশার প্রভাব পড়ছে কৃষিতেও। চলতি মৌসুমের ইরি বীজতলা লাল লবণ ধারণসহ নানা কারণে নষ্ট হয়ে যাচ্ছে। নানা রোগ বালাইয়ের শিকার হচ্ছে আলু, সরিষাসহ নানা রবিশস্য। শীত দীর্ঘায়িত হলে ফসলের ক্ষতির শঙ্কাও করছেন চাষিরা।
শীতের তীব্রতায় ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় আজ নওগাঁ ও দিনাজপুরের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম উভয়ে সোমবার জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধের কথা জানিয়ে বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে আবারও সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হবে।
তবে বিদ্যালয়ে পাঠদান বন্ধের বিষয়ে আগে থেকে কোনো নোটিশ না দেওয়ায় অধিকাংশ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সকালে ছেলে মেয়ে নিয়ে এসে ফিরে যান। এ কারণে ভবিষ্যতে বিদ্যালয় বন্ধ রাখা হলে আগাম নোটিশ দেওয়ার দাবি জানান তারা।
এদিকে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৭ দমমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।