বিনোদন ডেস্ক : দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলেও সেন্সর ছাড়পত্র পায়নি বলিউড সিনেমা ‘ফাইটার’। এছাড়াও সিনেমাটি মুক্তির বিষয়ে কিছুটা আপত্তি জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। নানা দ্বিধা দ্বন্দ্বে এবার দেশে মুক্তি পাচ্ছে না এ হিন্দি সিনেমা। এমনটা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন নিজে।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
শিল্পী সমিতির সভাপতি বরাবর লেখা সেই অব্যাহতি পত্রে সাইমন সাদিক লিখেছেন , আমি সাইমন সাদিক। আপনার নেতৃত্বাধীন শিল্পী সমিতির নির্বাচিত সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেয়া কিছু সিদ্ধান্তে ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে বিতর্কিত পরিস্থিতিতে সমিতির নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়। আমার উল্লিখিত শেষ বাজি সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। একই দিনে নিয়ম নীতি না মেনে বিদেশি আর একটি সিনেমা শিল্পী এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয় এ সম্পর্কে আমাদের সমিতি নীরব রয়েছে।
এরপরই হৃতিকের ‘ফাইটার’ এর মুক্তি আটকে গেল। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, সাইমনের পদত্যাগের প্রতিক্রিয়াতে ছবির মুক্তি আটকে গেছে। তাদের ধারণা সিনেমাটি মুক্তির বিষয়ে কিছুটা আপত্তি জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। যদিও ভাষার মাসকে সামনে আনা হচ্ছে তবু এই আপত্তির নেপথ্যে রয়েছে সাইমনের পদত্যাগের সিদ্ধান্ত, এমনটাই মনে করছে চলচ্চিত্রপাড়া।
আজ ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘ফাইটার’। একইদিনে দেশে মুক্তির কথা থাকলেও এখন সেটি আর হচ্ছে না। দেশ রূপান্তরকে অনন্য মামুন বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছি কিন্তু এতে আপত্তি জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। তাদের কথা, এখন সিনেমা মুক্তি দিলে শুধু এই সপ্তাহেই চালাতে হবে, এরপর আবার মার্চ মাসে। ফেব্রুয়ারি অর্থাৎ ভাষার মাসে হিন্দি সিনেমা চালাতে দেবে না। এখন এক সপ্তাহের জন্য তো ভারতীয় প্রযোজক বাংলাদেশে তাদের সিনেমা রিলিজ দিবে না। সুতরাং, ‘ফাইটার’ দেশে মুক্তি দিচ্ছি না আমরা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।