বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাইকের দুনিয়ায় হাজার একটা ব্র্যান্ড। কিন্তু তার মাঝেও সিংহভাগ রাইডারদের কাছে এখনও চোখের মণি বুলেট, ক্লাসিক ইত্যাদি মোটরসাইকেল। শূণ্য থেকে শুরু করে আজ জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে রয়্যাল এনফিল্ড। জানলে অবাক হবেন, এই সংস্থার কাছে প্রথম বড় অর্ডার আসে ভারতীয় সেনার কাছ থেকে। 1952 সালে রয়্যাল এনফিল্ডকে 800টি 350 সিসি বুলেটের অর্ডার দিয়েছিল আর্মি।
ওই অর্ডারের পর ধীরে ধীরে আরও ছড়িয়ে পড়ে সংস্থার রাফ অ্যান্ড টাফ মোটরসাইকেল। 1901 সালে শুরু হয়েছিল সংস্থার পথ চলা। প্রথম বাইক ডিজাইন করেছিলেন বব ওয়াকার স্মিথ এবং ফ্রেন্চম্যান জুলস গোবিয়েট। সাইকেলের মতো দেখতে ছিল এই বাইক। ব্রিটেনের রিডিচ শহরে বানানো হয়েছিল এই বাইক। তারপর থেকেই এই কোম্পানির নাম হয় এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড অফ রিডিচ।
1955 সালে ভারতের মাদ্রাস মোটরের সঙ্গে হাত মেলায় রিডিচ কোম্পানি। ভারতে প্রথম মাদ্রাসের তিরুভোত্তিউরে তৈরি হত রয়্যাল এনফিল্ড বাইক। যদিও এখন দেশজুড়ে একাধিক জায়গায় এই বাইক তৈরি ও অ্যাসেম্বেল করা হয়। বর্তমানে রয়্যাল এনফিল্ডের 100 শতাংশ স্বত্ব রয়েছে দক্ষিণ ভারতের এইচার মোটরসের কাছে।
ভারত ছাড়াও বর্তমানে 50টির বেশি দেশে দৌড়ায় রয়্যাল এনফিল্ড। এশিয়ার মধ্যে ভারতেই এই সংস্থার ব্যবসা সবচেয়ে বেশি। সম্প্রতি নেপাল এবং বাংলাদেশেও মোটরসাইকেল তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এশিয়া ছাড়া ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলিতে মুড়িমুড়কির মতো কেনা-বেচা হয় এই বাইকে। রেট্রো ড্যাপার লুকেই রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল চমক ফেলেছে সর্বত্র। পরিসংখ্যান বলছে, 2022 সালে বিদেশে 7 লাখ 66 হাজার বাইক বিক্রি করেছে এই সংস্থা।
লাতিন আমেরিকার মধ্যে ব্রাজিল , আর্জেন্টিনা এবং চিলিতে সবচেয়ে বেশি বিক্রি হয় এই বাইক। একমাত্র ভারতীয় সংস্থা হিসাবে ইউরোপীয় সংস্থাগুলিকে টক্কর দেয় রয়্যাল এনফিল্ড। ইতালি, জার্মানি, গ্রিস এবং পোল্যান্ডে ভারতের মতোই জনপ্রিয় রয়্য়ালে এনফিল্ডের বাইক।
ইন্ডিয়ান মোটরসাইকেল এবং হার্লে-ডেভিডশনের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় সংস্থাগুলিকেও টেক্কা দিচ্ছে রয়্যাল এনফিল্ড। বাইক-প্রেমীদের মুগ্ধ করতে নিজেদের বাইকের পোর্টফোলিও অনেক গুছিয়েছে সংস্থাটি।
350 সিসি থেকে, 400 এবং 650 সিসি একাধিক রেঞ্জে ভিন্ন স্টাইলের মোটরবাইক বাজারে এনেছে রয়্যাল এনফিল্ড। এই মুহুর্তে ভারতে সংস্থার সবচেয়ে জনপ্রিয় বাইক রয়্যাল এনফিল্ড হান্টার 350 এবং রয়্যাল এনফিল্ড ক্লাসিক। প্রতি বছর এই বাইকগুলির লক্ষ্য লক্ষ্য ইউনিট বিক্রি করে সংস্থা।
বিগত দিনে ক্রেতাদের থেকেও ভালো সাড়া পেয়েছে রয়্যাল এনফিল্ড। আগামীদিনে আরও নতুন মোটরবাইক আনার কথা জানিয়েছে দক্ষিণ ভারতের সংস্থাটি। যেমন নতুন হান্টার, নতুন বুলেট, হিমালয়ান এবং একাধিক রোডস্টার মোটরবাইক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।