জুমবাংলা ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে দেশে বৈদেশিক মূদ্রার গ্রস রিজার্ভ কমেছে ১৬ কোটি ডলার। এখন রিজার্ভ ঠেকেছে ২ হাজার ৯৩৮ কোটি ডলারে। চলতি মাসের ১০ আগস্ট গ্রস রিজার্ভের পরিমান ছিল ২ হাজার ৯৫৪ কোটি ডলার।
এদিকে, দুই সপ্তাহ পর, সেপ্টেম্বরের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই-আগস্টের আমদানি দায় পরিশোধ করার কথা রয়েছে। ওই সময়ে, রিজার্ভ আরও কমে যেতে পারে বলে আশংঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা।
আমদানি দায় মেটানো এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ায়, বেশ কিছু দিন ধরেই রিজার্ভে নিম্নমুখী প্রবনতা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।