বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : প্রযুক্তির অপার বিস্ময় কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যতের দিনগুলোতে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে চলেছে। উন্নত বিশ্বের দেশগুলোতে ইতোমধ্যে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান, বিস্তর ব্যবহার ও গবেষণা। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেও বিপ্লব আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
কল্পনা করুন, আপনি একজন ব্যস্ত মার্কেটার। প্রতিদিন ডেটা বিশ্লেষণ, সোশ্যাল মিডিয়া পরিচালনা, বিজ্ঞাপন তৈরি এবং গ্রাহকসেবার ঝামেলায় আপনার মাথা ঘুরছে। কিন্তু পাশে যদি একজন এআই সহকারী থাকে, যে দ্রুত ডেটা বিশ্লেষণ করে বাজারের চাহিদা বুঝতে সাহায্য করবে, আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করে সঠিক গ্রাহকদের কাছে পৌঁছে দেবে, স্বয়ংক্রিয় সামাজিক মিডিয়া পোস্ট তৈরি করে গ্রাহকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবে এবং এই এআই এক্সিকিউটিভ আপনার কাজের ভার কমিয়ে দেবে কয়েক গুণ! কল্পনা নয়, বাস্তবেই সম্ভব। বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কোথায় কোথায় হতে পারে?
গ্রাহক বিশ্লেষণ : কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা বিশ্লেষণ করে গ্রাহকের আচরণ, পছন্দ এবং চাহিদা সম্পর্কে গভীর ও সূক্ষ্ম ধারণা প্রদান করতে সক্ষম। ভোক্তার পছন্দের পণ্য, পরিষেবা এবং কনটেন্ট তৈরিতে সাহায্য করবে। এ ছাড়াও এআই সম্পূর্ণ নির্ভুলতার সঙ্গে বলতে পারে যে কোনো গ্রাহক আপনার নতুন পণ্যটি কিনতে আগ্রহী হবে কিনা, এমনকি তা গ্রাহককে জানানোর আগেই!
বিজ্ঞাপন প্রচারণা তৈরি : কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরির পাশাপাশি সঠিক গ্রাহকের কাছেও পৌঁছে দেবে। এ জন্য সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম এবং সঠিক সময় নির্ধারণ করে দিতে সাহায্য করবে। ভোক্তার বয়স, লিঙ্গ, অবস্থান, আগ্রহ এবং অনলাইন আচরণের ওপর ভিত্তি করে ডাইনামিক বিজ্ঞাপন তৈরি করার ফলে বিজ্ঞাপন পৌঁছাবে বেশি মানুষের কাছে এবং পণ্যের বিক্রি বাড়াবে কয়েক গুণ।
কনটেন্ট তৈরি : এআই ব্যবহার করে আকর্ষণীয় ব্লগ পোস্ট, আর্টিকেল, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেইল নিউজলেটার, এমনকি স্ক্রিপ্টও তৈরি করা সম্ভব। ডিজিটাল মার্কেটিং কনটেন্ট তৈরি ও স্বয়ংক্রিয় প্রচারণায় সাহায্য করবে এআই, ফলে কখন কোথায় কী পোস্ট করতে হবে তা নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না।
চ্যাটবট ও গ্রাহকসেবা : চ্যাটবট এআই সার্বক্ষণিক ২৪/৭ গ্রাহকসেবা প্রদান করতে সক্ষম। দ্রুত ও আকর্ষণীয়ভাবে একজন মানুষের মতো করেই সে গ্রাহকের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করতে পারে। ফলে ব্যবসায়ের সময়, অর্থ সাশ্রয়ের পাশাপাশি গ্রাহকসেবার মান ও অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
ইমেইল মার্কেটিং : গ্রাহকের ক্রয় ইতিহাস, ব্রাউজিং আচরণ এবং পছন্দ বিশ্লেষণ করে ইমেইল কনটেন্ট তৈরি করবে এআই। এর মাধ্যমে টার্গেট কাস্টমারের কাছে স্বয়ংক্রিয় নিউজলেটার পাঠানোর মাধ্যমে পণ্যের প্রচার ও বিক্রি বাড়াতে সাহায্য করবে। এতে অর্থ ও সময় যেমন সাশ্রয় হবে তেমনি ভোক্তার সঙ্গে দীর্ঘকালীন সম্পর্কের সূত্র বজায় রাখা সম্ভব।
পণ্য ও সেবার মূল্য নির্ধারণ : বাজার প্রতিযোগী, গ্রাহক চাহিদা ও বাজারের প্রবণতা বিশ্লেষণ করে পণ্য ও সেবার সঠিক মূল্য নির্ধারণ করতে সাহায্য করবে এআই। ব্যবসায়ের মুনাফা ও রাজস্ব বৃদ্ধির দিকে লক্ষ রেখে গ্রাহককে সর্বোত্তম সম্ভাব্য মূল্য অফার করে পণ্য বা সেবার বিক্রি বাড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
ঝুঁকি ব্যবস্থাপনা : ইন্টারনেটের বিশাল ডেটা বিশ্লেষণ করে ব্যবসায়ের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং সেগুলো মোকাবিলা করার জন্য পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে এআই। পাশাপাশি পূর্ব সিদ্ধান্তের ফলাফল থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যতের পূর্বাভাস প্রদান ও সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করবে। এ ছাড়া প্রতারণা শনাক্ত, এআই ম্যালওয়্যার, ফিশিং হামলা এবং অন্যান্য সাইবার হুমকি প্রতিরোধ করে ঝুঁকি ব্যবস্থাপনা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
মার্কেটিংয়ে এআই ব্যবহারের সুবিধা : দক্ষতা বৃদ্ধি : এআই দ্রুত কাজ করতে পারে এবং একই সঙ্গে অনেক কাজ সম্পন্ন করে প্রতিষ্ঠানের কর্মক্ষমতা বাড়াবে বহুগুণ।
মানবিক ত্রুটি হ্রাস : মানুষ মাত্রই ভুল হতে পারে, তবে কৃত্রিম বুদ্ধিমত্তার নয়। ইনপুট অনুযায়ী এআই সঠিক তথ্য বিশ্লেষণ করে এবং ভুল সিদ্ধান্তের ঝুঁকি কমায়।
হিরো সেন্টিনিয়াল লঞ্চ হল বাজারে, কিন্তু শুধুমাত্র ১০০ ক্রেতা কিনতে পারবেন
গ্রাহকসেবা উন্নয়ন : প্রতিটি গ্রাহকের চাহিদা অনুযায়ী বিজ্ঞাপন এবং কনটেন্ট তৈরি করে গ্রাহকের ব্যক্তিগত অভিজ্ঞতা উন্নয়ন করবে।
সার্বক্ষণিক কর্মী : কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো বিশ্রাম নেয় না, ফলে একজন নিরলস কর্মীর মাধ্যমে আপনি সর্বদা গ্রাহকদের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।