আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান। ভারত ও বাংলাদেশের আমুদিয়া সীমান্তের সোনাই নদীর উপর তৈরি হল কাঠের সেতু। সেতুটি ১৫০ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া। তৈরি করতে খরচ হয়েছে ৪২ লক্ষ টাকা।
শুক্রবার এই নতুন সেতুর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শেখর দাস, বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিকুল নাহার এবং সীমান্তরক্ষী বাহিনীর ১৪৩ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার।
এই এলাকার মোট চারটি অঞ্চলের এই সেতু নিয়ে দীর্ঘদিন ধরে দাবি ছিল। নদী পার হয়ে যাতায়াত করতে হত স্কুলের ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ। যাতায়াতের জন্য তাঁদের একমাত্র অবলম্বন ছিল নৌকো। আবার বর্ষার সময় ঝুঁকি নিয়েই তাঁদের নদী পারাপার করতে হত। বাসিন্দারা জানান, সেতু নিয়ে তাঁদের দাবি ছিল দীর্ঘদিনের। যা এবার পূর্ণ হল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।