জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনা থেকে ছেড়ে আসা সি-লাইন নামে একটি যাত্রীবাহী বাস অন্য একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও ৭ জন যাত্রী। স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আল-শামীম (২৪) পাবনা জেলার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।
বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাসের ছাদের সম্পূর্ণ অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত এবং আহত হয়েছে আরও সাত যাত্রী। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পোঁছে নিহতের লাশ উদ্ধার করেছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।