জুমবাংলা ডেস্ক : প্রায় ছয় দিন বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সঞ্চয় অধিদপ্তরের সার্ভার আপগ্রেডেশনের কাজ শেষে সার্ভার চালু হলে সঞ্চয়পত্র বিক্রি শুরু হয়।
এদিক প্রায় এক সপ্তাহ বন্ধ থাকায় গ্রাহকের সংখ্যা কমেছে। বৃহস্পতিবারও গ্রাহকের ভিড় ছিল অনেক কম।
খাত সংশ্লিষ্টরা বলছেন, আজকে সপ্তাহের শেষ দিন হওয়ায় ক্রেতা বাড়তে পারে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সার্ভার ডাউন হবার পর অনেক গ্রাহক এসেও ফিরে গেছেন। সেবা বঞ্চিত হওয়ায় অনেকেই হয়তো জানেন না সার্ভার সচল রয়েছে। এ কারণে অনেকেই আসতে পারেননি।
অধিদপ্তরের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, গতকাল থেকেই পুরোপুরি সচল রয়েছে সার্ভার। সপ্তাহের শেষ দিন হওয়ায় অনেকেই আসেনি, কেউ হয়তো দুপুরে আসবেন। তবে কাজ চলমান আছে। রোববার থেকে ভিড় বাড়তে পারে গ্রাহকদের।
এর আগে গত সপ্তাহের বুধবার থেকে পূর্ব নোটিশ ছাড়াই ডাউন হয় অধিদপ্তরের সার্ভার, বন্ধ হয়ে যায় সঞ্চয়পত্র বিক্রি। এতে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। বিশেষ করে সঞ্চয়পত্র কিনতে ব্যাংকে ভিড় করলেও কর্মকর্তারা সার্ভার চালুর বিষয়ে তাদের (গ্রাহক) আশ্বাস দিতে পারেননি। প্রায় ছয় দিন পর গতকাল বুধবার দুপুরের পর শেষ হয় সার্ভার আপগ্রেডেশনের কাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।