আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীর নিয়ে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্ধ বহু পুরোনো। জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান।
সম্প্রতি ওমরাহ পালন করতে সৌদি আরব সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেখানে গিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করলেন শেহবাজ শরিফ।
সেই বৈঠকে উত্থাপিত হয় কাশ্মীর ইস্যু। পরবর্তীতে দুই দেশের নেতা নিজেদের যৌথ বিবৃতিতেও কাশ্মীরের উল্লেখ করেন।
পরবর্তীতে সৌদি যুবরাজ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যৌথ বিবৃতিতে বলেন, উভয় পক্ষই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য জোর দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা হওয়া উচিত। বিশেষ করে জম্মু ও কাশ্মীর ইস্যুর সমাধানের জন্য দুই দেশের মধ্যে আলোচনার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এই বৈঠকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।