আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আফ্রিকা-সৌদি শীর্ষ সম্মেলনে মোহাম্মদ বিন সালমান গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘গাজা উপত্যকায় সামরিক হামলা, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় আমরা নিন্দা জানাই।’
তিনি আরও বলেন, আমরা এই যুদ্ধ এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি।
গত ২১ সেপ্টেম্বর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, প্রতিদিন তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছে। মূলত এরপরেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এরপর ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।