বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : পেট্রোল কিংবা অকটেন চালিত স্কুটারের দিন শেষ হতে চলল বুঝি! শিগগিরই বাজারে আসছে সিএনজিচালিত স্কুটার। এই স্কুটার মাইলেজ দেবে ১০০ কিলোমিটার।
ভারতের অন্যতম টু হুইলার কোম্পানি বাজাজ অটো জানিয়েছে তারা খুব শিগগিরই সিএনজি মোটরবাইক লঞ্চ করতে চলেছে। কিন্তু অনেকেই জানেন না স্কুটারেও সিএনজি ব্যবহার করা যায়। ভারতের বহু শহরে এই সিএনজি স্কুটার চলাচল করছে।
আপনি হয়তো ভাবতে পারেন সিএনজি স্কুটার লঞ্চ না হয়েই কীভাবে এই ধরনের স্কুটার ব্যবহার করছে মানুষ। মূলত এই কাজ করেছে একটি সিএনজি কিট। যা দুই চাকায় লাগালে নাকি মাইলেজ চড়চড়িয়ে বাড়বে। এমনই দাবি করেছে একটি কোম্পানি।
১ কিলোমিটার চালাতে খরচ হবে মাত্র ৭০ পয়সা। মাইলেজ দেবে ১০০ কিলোমিটার। এই দাবি করেছে মুম্বাই ভিত্তিক লোভাটো নামের একটি কোম্পানি। যারা বিভিন্ন স্কুটারে সিএনজি কিট লাগানোর কাজ করে।
কোন কোন মডেলের স্কুটার সিএনজিতে চলছে?
ভারতে বহু জায়গায় হোন্ডা অ্যাক্টিভা, টিভিএস জুপিটার, হিরো ম্যাস্ত্রো এবং সুজুকি এক্সেস মডেলের স্কুটারে সিএনজি কিট লাগানো হচ্ছে। এই সিএনজি কিট ইনস্টল করাতে খরচ হচ্ছে ১৮ হাজার রুপি। কোম্পানির দাবি অনুযায়ী, এই টাকা এক বছরের মধ্যেই উসুল করে নিতে পারবেন।
স্কুটারে এই সিএনজি কিট ইনস্টল করতে সময় লাগবে ৪ ঘণ্টা। চালক চাইলে পেট্রোলেও চালাতে পারবেন স্কুটার। এর জন্য কোম্পানি একটি সুইচ লাগবে দুই চাকায়। পাশাপাশি ইনস্টল করা হবে দুইটি সিলিন্ডার।
এই কিট লাগানোর যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। যেমন সিলিন্ডারে ১.২ কেজি সিএনজি ফিট করা যাবে। অর্থাৎ ১২০-১৩০ কিলোমিটার চালানোর পর আপনাকে সিএনজি রিফিল করতে হবে।
যেহেতু সিএনজি স্টেশনের সংখ্যা কম তাই জ্বালানি ভরানোর জন্য অনেক দূর-দূরান্তেও যেতে হতে পারে। পাশাপাশি স্কুটারে ওজন খানিকটা বেড়ে যাবে। তাই ঢালু রাস্তার মসৃণ চালানো গেলেও চড়াই রাস্তায় চালাতে বেগ পেতে পারেন।
বর্তমানে বহু কোম্পানিই সিএনজি কিট ইনস্টল করার পরিষেবা দিতে শুরু করেছে। বিভিন্ন শহর অনুযায়ী এই খরচ আলাদা হতে পারে। কিন্তু অবশ্যই এই কিট লাগানোর আগে সমস্ত বিষয় খতিয়ে, যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।