স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলে বল হাতে দারুণ ফর্মে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে ৫ ম্যাচ খেলে শিকার করেছেন ১০ উইকেট। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়টা ভালো কাটছিল না মুস্তাফিজের। তবে আইপিএলে গিয়ে ছন্দে ফিরেছেন টাইগার এই পেসার। মুস্তাফিজের এমন সাফল্যের রহস্য জানালেন তার সতীর্থ আরেক পেসার শরিফুল ইসলাম।
ডিপিএলে আজ বৃৃহস্পতিবার শেখ জামালের মুখোমুখি হয়েছিল আবাহনী। ম্যাচ শেষে আবাহনীর পেসার শরিফুল ইসলাম তার জাতীয় দল সতীর্থ মুস্তাফিজ প্রসঙ্গে বলেন, ‘অবশ্যই, মুস্তাফিজ ভাইয়ের সাথে কথা হয়। প্রায়ই কথা হয়। সবসময় কল দেয়, আমিও কল দেই। উনি বলে ওখানে চাপ কম। এজন্য বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে।’
জাতীয় দলের অন্যান্য পেসারদের নিয়ে শরিফুল বলেন, ‘আমাদের পেস ইউনিট খুব ভালো, সবাই খুব ভালো শেপে আছে শুধু আমি না। এই শেপ ধরে রাখার চেষ্টা করব, বিশ্বকাপেও যেন একই পারফরম্যান্স হয়।’
মুস্তাফিজের মতো আইপিএল খেলার সুযোগ এসেছিল শরিফুলের কাছেও। তবে এনওসি জটিলতায় খেলা হয়নি তার। এক টিভি চ্যালেলকে আজ শরিফুল বলেন, ‘লাখনৌ থেকে মেসেজ দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল। কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি। যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো। যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে সেক্ষেত্রে চিন্তা করে এনওসিটা ওইভাবে চিন্তা করে দেওয়া হয়েছে।’
‘ইনশাআল্লাহ ইচ্ছা তো আছে একদিন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে ইচ্ছাও আছে, হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।’-আরো যোগ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।