জুমবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া ও বিদ্যুৎ বিভাগের হাবিবুর রহমানকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়ার পর একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন তারা। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন।
খাজা মিয়া ১৯৯১ সালে ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সচিব ছিলেন।
এ ছাড়া হাবিবুর রহমানও একই ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। তিনি রাজশাহী বিভাগের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, কক্সবাজারে দায়িত্ব পালন করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে পদায়িত হন ও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবেও কাজ করেন হাবিবুর রহমান।
ঢাকা-১৭ আসন ও ৯টি পৌরসভায় নৌকা প্রতীক প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।