জুমবাংলা ডেস্ক : আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা কমে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার রাতে ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা আরও কমবে। রাতে ঢাকায় ১ থেকে ২ ডিগ্রির বেশি তাপমাত্রা কমবে। এই মাত্রার শীত মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে।
তবে বুধবার থেকে মেঘলা আকাশ বিরাজ করবে যাতে শীত কিছুটা কমবে। সাধারণত মেঘলা পরিস্থিতি বিরাজ করলে তাপমাত্রা কিছুটা বাড়ে। তবে জানুয়ারি মাসজুড়ে শীতের অবস্থা এরকমই থাকবে।
সোমবার রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের এলাকা আরও বিস্তার লাভ করবে। এখন পর্যন্ত ছয় জেলা ও দুটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু এবং ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়।
কয়েক মিনিটের শর্টফিল্মে শুধুই পরকীয়া প্রেম, এই রোমান্টিক শর্টফিল্ম রাতের ঘুম কাড়বে
সোমবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো নওগাঁর বদলগাছী এবং দিনাজপুরে। দুই জায়গাতেই তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস ছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।