জুমবাংলা ডেস্ক : দেশের উত্তর ও উত্তর-পশ্চিমের কয়েকটি জেলায় দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শৈত্যপ্রবাহ আরো দু-এক দিন থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়াবিদরা আভাস দিয়েছেন, চলতি শীতে বারবার শৈত্যপ্রবাহ আসবে। এর মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে উত্তরাঞ্চলের প্রান্তিক মানুষ।
আবহাওয়াবিদরা বলছেন, ২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়া-কমার মধ্যেই ঘুরপাক খাবে। ফলে এ সময় শীতের অনুভূতিতে বড় পরিবর্তন আসবে না।
তবে মাসের শেষ দিকে আবার দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। ফলে এই সময় শীতের তীব্রতা খানিকটা বাড়তে পারে। বছরের শীতলতম মাস হওয়ায় স্বাভাবিকভাবেই জানুয়ারিতে শীত সবচেয়ে বেশি থাকবে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা শনিবার বলেন, ‘এবার শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে।
কুয়াশার পরিমাণও বেশি দেখা যাচ্ছে এবার। গত বছর ডিসেম্বরের এই সময়টায় এত কুয়াশা ছিল না। কুয়াশার কারণে সূর্যের আলো কম আসায় দিনের তাপমাত্রা কমে যায়। এতে দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক কমে যায়।
কাজী জেবুন্নেছা জানান, ২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কখনো একটু কমবে, কখনো বাড়বে।
ফলে শীতের তীব্রতায় বড় ধরনের পরিবর্তন আসবে না এই সময়। চলমান শৈত্যপ্রবাহ ১৬ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে।
জানুয়ারিতে শীত কতটা তীব্র হতে পারে জানতে চাইলে কাজী জেবুন্নেছা বলেন, ‘জানুয়ারি এমনিতেই দেশের শীতলতম মাস। ফলে জানুয়ারি মাসে অবশ্যই ডিসেম্বরের চেয়ে শীত বেশি থাকবে। জানুয়ারিতে শৈত্যপ্রবাহও বেশি হয়ে থাকে ডিসেম্বরের তুলনায়।
চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী একটি পূর্বাভাসও প্রকাশ করে। সেখানে বলা হয়, এ সময় দেশে তিন থেকে আটটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে তিন থেকে চারটি তীব্র শৈত্যপ্রবাহে (৪ থেকে ৬ ডিগ্রি) রূপ নিতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে এর মধ্যে উত্তর, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের অনুভূতি বাড়তে পারে।
চার জেলায় শৈত্যপ্রবাহ : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি) বয়ে গেছে। রবিবারও তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আজ। আগামী সোমবার দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কিছুটা বাড়তে পারে।
সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.২, রাজশাহীতে ৯.৭ ও যশোরে ১০ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।