শাকিব-সোনালের ‘দরদ’র শুটিং দৃশ্য প্রকাশ্যে

দরদ

বিনোদন ডেস্ক : শাকিব খানকে নিয়ে নির্মাতা অনন্য মামুন নির্মাণ করছেন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান।

দরদ বলিউডের সোনাল চৌহান।

২৭ অক্টোবর (শুক্রবার) ভারতের বেনারসে সিনেমাটির দৃশ্য ধারণ শুরু করা হয়। এরপরই শাকিব-সোনালের নতুন লুক প্রকাশ্যে আসে।

পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে শুটিংয়ের দৃশ্য প্রকাশ করেন। প্রকাশিত ছবিতে এলোমেলো চুল আর খোঁচা দাঁড়িতে ধরা দিয়েছেন শাকিব খান। তার পরনে ধূসর নীল গেঞ্জির ওপর চেক শার্ট। অন্য দিকে সোনাল চৌহানের পরনে গোলাপি শাড়ি-ব্লাউজ। একটি ছোট ঘরে তাদের শুটিং হচ্ছে।

সিনেমায় শাকিব খানের লুক প্রসঙ্গে অনন্য মামুন বলেন, সাইকো-থ্রিলার সিনেমা ‘দরদ’। এই সিনেমায় বেশ কয়েকটি লুকে ধরা দিবেন শাকিব খান। সিনেমাটি ভারতের অনেকগুলো ভাষায় ডাবিং হবে। তাই একটু ভিন্নতা আছে।

এদিকে সিনেমার বেশ কিছু পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নির্মাতা অনন্য মামুন। যেখানে ভাষার ভিন্নতা রয়েছে। সেই ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, সিনেমাটির বাংলা নাম থাকছে ‘দরদ’। ভারতের বেনারস ও এলাহাবাদের বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষ করে আগামী নভেম্বর মাসে দেশে ফিরবে শুটিং ইউনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধানমন্ত্রী

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব খান-সোনাল চৌহান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম ও রাহুল দেবসহ অনেকে।