আন্তর্জাতিক ডেস্ক : দোহা থেকে বাংলাদেশগামী কাতার এয়ারলাইন্সের একটি বিমান ভারতের শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআইএ) জরুরি অবতরণ করেছে। একজন নারী যাত্রীর ‘স্বাস্থ্যগত জটিলতা’ দেখা দিলে বুধবার (৫ মার্চ) ভোরে বিমানটি জরুরি অবতরণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল এবং ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দোহা থেকে ঢাকাগামী ফ্লাইট ‘কিউআর৬৪২’ জরুরি চিকিৎসা অবতরণের অনুমতি চেয়ে আরজিআইএ-তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) কাছে আবেদন জানায়।
সংশ্লিষ্ট বিভাগ থেকে ছাড়পত্র পাওয়ার পর, এটিসি ক্রুদের অনুমতি দেয় এবং এরপর ফ্লাইটটি ভোর ৩টা ২৫ মিনিটে শামশাবাদ বিমানবন্দরে অবতরণ করে।
জানা যায়, যাত্রীর চিকিৎসার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রেখেছিল। তবে, বিমানবন্দর মেডিকেল সেন্টারে পৌঁছানোর পর ওই নারী যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। পরে ফ্লাইটটি ভোর ৩টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে যাত্রীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।