বিনোদন ডেস্ক : লাইভ কনসার্টে নানাবিধ বিপত্তি দেখা যায়। কখনও দর্শকের আক্রমণের শিকার হন শিল্পী, কখনও আবার শিল্পী নিজেই ঘটিয়ে ফেলেন অদ্ভুত কোনও কাণ্ড। তবে শনিবার (২৯ জুলাই) মার্কিন র্যাপার কার্ডি বি’র কনসার্টে যা ঘটলো, তা কিঞ্চিৎ ব্যতিক্রমই বটে।
এদিন লাসভেগাসে একটি কনসার্টে পারফর্ম করছিলেন কার্ডি বি। তার পরনে ছিল কমলা রঙের গাউন। ‘বোডাক ইয়োলো’ শিরোনামের গানটি যখন গাইছেন তিনি, তখন স্টেজের সামনে থাকা এক দর্শক তার দিকে ড্রিংকস ছুড়ে মারেন। মুহূর্তেই ক্ষুব্ধ হন গায়িকা। বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই হাতে থাকা মাইক্রোফোন ছুড়ে মারেন সেই শ্রোতার দিকে। ওই ব্যক্তির উদ্দেশে চিৎকার-চেঁচামেচিও করেন গায়িকা।
তাই নয়, কার্ডি বি’র সহকারীরা তাৎক্ষণিক সেই দর্শকের কাছে যান এবং তাকে কনসার্ট থেকে বের করে দেন। ঘটনাটির ভিডিও ফুটেজ ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। টুইটার, ইনস্টাগ্রামে বিষয়টি নিয়ে চর্চাও হচ্ছে বেশ।
ভিডিওটি দেখা যাবে এখানে ক্লিক করে
গত মাসে এরকম আক্রমণের শিকার হয়েছিলেন ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলস। যুক্তরাজ্যের কার্ডিফে একটি কনসার্ট করার সময় তার দিকে গোলাপের তোড়া ছুড়ে মেরেছিল এক শ্রোতা।
বিষয়টি নিয়ে কিছুদিন আগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিখ্যাত গায়িকা অ্যাডেল। তিনি বলেছেন, ‘আপনারা কি দেখছেন, ইদানীং মানুষ কনসার্টে ভদ্রতা ভুলে গেছে? তারা বিভিন্ন জিনিস ছুড়ে মারছে শিল্পীদের দিকে। আমি চ্যালেঞ্জ করছি, আমার দিকে কিছু ছুড়ে মারো। একেবারে মেরে ফেলবো তোমাকে।’
উল্লেখ্য, ৩০ বছর বয়সী কার্ডি বি মূলত অ্যাগ্রেসিভ ও সাহসী বক্তব্যের র্যাপ গানের জন্য পরিচিত। তার কয়েকটি শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘মানি’, ‘গার্লস লাইক ইউ’, ‘আই লাইক ইট’, ‘টাকি টাকি’, ‘বোডাক ইয়োলো’ ইত্যাদি।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।