বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মার্কেটে 28,000mAh ব্যাটারি সহ একটি নতুন ফোন লঞ্চ করা হয়েছে। Energizer ব্র্যান্ডের পক্ষ থেকে MWC 2024 এর মঞ্চে এই ফোনটি Energizer P28K নামে পেশ করা হয়েছে। ফোনটির নামের 28K ফোনে ব্যবহৃত 28,000mAh ব্যাটারি বঝায়। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি এই মোবাইল ফোনে 8GB RAM এবং IP69 রেটিং এর মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।
28,000mAh Battery
Energizer P28K স্মার্টফোনের সবচেয়ে বড় ফিচার হলো এই ফোনের বড় ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনটি একবার ফুল চার্জ করার পর ক্রমাগত ব্যাবহার করেও অনায়াসে এক সপ্তাহ পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। 28,000এমএএইচ ব্যাটারির মাধ্যমে এই ফোনটি 122 ঘণ্টা অর্থাৎ 5 দিনের চেয়েও বেশি টক টাইম দিতে সক্ষম। এছাড়াও,ফোনের স্ট্যান্ডবাই টাইম 2252 ঘণ্টা অর্থাৎ 94 দিন। 94 দিন মানে 3 মাসের চেয়েও কিছুটা বেশি।
Energizer P28K এর দাম
28,000mAh ব্যাটারি সহ এই স্মার্টফোনটিতে 8GB RAM + 256GB স্টোরেজে যোগ করা হয়েছে। বাজারে এই ফোনটি সিঙ্গেল স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 249.99 ইউরো। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 22,499 টাকার কাছাকাছি। যেহেতু এই কোম্পানি বর্তমানে ভারতে অ্যাক্টিভ নয় তাই ভারতে Energizer P28K সেল করা হবে না।
Energizer P28K এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে বড় ব্যাটারির পাশাপাশি একটি এলসিডি প্যানেলে তৈরি বড় স্ক্রীনও রয়েছে। Energizer P28K স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
প্রসেসর: Energizer P28K স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ হয়েছে। প্রসেসিং এর জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি99 অক্টা-কোর প্রসেসর রয়েছে।
মেমরি: গ্লোবাল মার্কেটে এই মোবাইল ফোনটি সিঙ্গল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 8জিবি র্যাম এবং 256জিবি স্টোরেজ রয়েছে।
ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 60 মেগাপিক্সেল মেইন সেন্সর, 20 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং 2 মেগাপিক্সেল থার্ড সেন্সর রয়েছে।
সেলফি ক্যামেরা: ভিডিও কলিং, সেলফি তোলা এবং রিল তৈরি করার জন্য Energizer P28K স্মার্টফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যায়।
চার্জিং: এই ফোনে 28,000এমএএইচ ব্যাটারি রয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
আইপি রেটিং: এই ফোনটি আইপি69 রেটিং সহ মার্কেটে পেশ করা হয়েছে। এই রেটিঙের ফলে ফোনটি যেমন ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ হয়ে ওঠে, তেমনই খুব বেশি গরম এবং ঠান্ডা অবস্থাতেও ফোনটি সুরক্ষিত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।