অন্যরকম খবর ডেস্ক : পচা মাংসের মতো দুর্গন্ধ এলে সেখানে না যেতেই পছন্দ করবেন অধিকাংশ মানুষ। তবে একটি ফুল থেকে বের হচ্ছে এমন গন্ধ, যা দেখতে উপচে পড়া ভিড় ছিল যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের হান্টিংডন লাইব্রেরির কাছে একটি প্রদর্শনীতে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মাংসপচা গন্ধ বের হওয়া ফুলের বিজ্ঞানসম্মত নাম ‘অ্যামোরফোফালাস টাইটানাম’।
এ নিয়ে ব্রাইস ডান নামের এক মালি বলেন, মাংসপচা গন্ধ বের হয় ফুলটি থেকে। পরাগায়নের জন্য এটি মাছিদের আকর্ষণ করার চেষ্টা করছে। এটি যত বেশি গন্ধ বের করতে পারে তত বেশি মাছিকে আকর্ষণ করে।
সব সময় এই ফুল ফোটে না। একটি ফুল সম্পূর্ণভাবে ফুটতে সময় লাগে প্রায় এক দশক। কিন্তু ফোটার পর তা থাকে মাত্র ৪৮ ঘণ্টা। প্রবল দুর্গন্ধযুক্ত এই ফুল দেখতে জনসাধারণের উৎসাহের এটিও অন্যতম কারণ।
ফুলটি দেখতে আসা দর্শনার্থী ডায়ানা ডু এএফপিকে বলেন, এটি একটি বিরল ঘটনা। এটি দেখতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।