২ কোটি টাকার স্বর্ণ ফেলে পালালেন পাচারকারী

স্বর্ণ

জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গায় মালিকবিহীন পাঁচটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বর্ণ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী ঝাঁঝাডাঙ্গা গ্রাম থেকে স্বর্ণ পাচার করা হবে- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে বিজিবি একটি বিশেষ টহল দল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ঝাঁঝাডাঙ্গা গ্রামের সীমান্ত এলাকার শূন্য রেখার দিকে এক ব্যক্তিকে যেতে দেখেন বিজিবির সদস্যরা। টহল দল তাকে ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যান পাচারকারী। পরে ব্যাগটি তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট থেকে দুই কেজি ৩৮৪ গ্রাম (২০৪.৩৯ ভরি) ওজনের পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়।

প্রসেনজিৎ-ঋতুপর্ণা এই জুটির ‘হাফ সেঞ্চুরির’ ঘোষণা

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১২ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেমে দর্শনা থানায় মামলা করা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।