জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যুর সংবাদ সহ্য করতে না পেরে এক দিন পর ছোট ছেলে আরিফ (৩২) মারা গেছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নুরুল ইসলামের বাড়ি উপজেলার বাসস্ট্যান্ড-সংলগ্ন আসপদ্দি গ্রামে। এদিকে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, নুরুল ইসলাম গত ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ পাওয়ায় নুরুল ইসলামের ছোট ছেলে আরিফ হোসেন সোমবার স্ট্রোক করলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে আরিফের শাশুড়ি নাসিরা রেখা গণমাধ্যমকে জানান, বাবার কবরের পাশেই আরিফের দাফন সম্পন্ন হবে। পরিবারের কেউ কথা বলার মতো অবস্থাতে নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।