মায়ের জন্য শিক্ষিত-সংসারী পাত্র খুঁজছেন ছেলে

মায়ের জন্য পাত্র খুঁজছেন ছেলে

জুমবাংলা ডেস্ক : মায়ের জন্য পাত্র চেয়ে এবার ফেসবুকে পোস্ট দিলেন নাজমুল হাসান নামের এক যুবক। সোমবার (১৫ আগস্ট) বিকেলে পোস্টে তিনি লিখেন, আমার আম্মুর জন্য পাত্র চাই – নাম নাজমা জাহান, জন্ম ১৯৮৮ সাল, উচ্চতাঃ ৫ ফিট, গায়ের রং ফর্শা, ধর্মঃ ইসলাম, ডিভোর্সড (২ টি সন্তান আছে)। শিক্ষাগত যোগ্যতা এসএসসি।
মায়ের জন্য পাত্র খুঁজছেন ছেলে
তিনি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌ ৫ ওয়াক্ত নামায পড়েন আম্মু। খুব পজেটিভ মাইন্ডের মানুষ। যে কোন পরিস্থিতি মেনে নিতে পারেন। যে কোন পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারেন। চঞ্চল, হাসিখুশি, প্রাণবন্ত একজন মানুষ। হাসতে ভালোবাসেন এবং খুবি মিশুক প্রকৃতির মানুষ।’

তিনি তার মায়ের জন্য শিক্ষিত, শান্ত, মিশুক, সংসারী মানুষ চান। লিখেছেন- অবশ্যই ভালো মনের একটা মানুষ হতে হবে। আমি মনে করি মনের মতো কাওকে পাওয়া সম্ভব না, কেউ কারো মনের মত না।সবচেয়ে বড় কথা আমি এমন একজন বাবা চাই, যার কোলে মাথা রেখে ঘুমাতে পারবো। বয়স ৩০+ এর মধ্যে হতে হবে।

আগ্রহীদের যোগাযোগের জন্য ইনবক্সে ছবি সহ বায়োডাটা দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

শরীরে ভিটামিন বি-১২ এর ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে