জুমবাংলা ডেস্ক : শিক্ষার্থীদের সব সময় চোখ-কান খোলা রাখতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৬ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাঁদপুর জেলার সমাবেশ শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, শিক্ষার্থীরা হচ্ছে দেশের সবচেয়ে সচেতন ও সজাগ জনগণের অংশ। তারা যেন সব সময় চোখ-কান খোলা রাখে। কারণ এই বাংলাদেশটা তাদের। তারা এ দেশের বর্তমান ও ভবিষ্যৎ। তারা যেন এই অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।