স্পোর্টস ডেস্ক : গত পরশু সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ জেতানোর নায়ক হয়েছেন হারশিত রানা। শেষ ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল হায়দরাবাদের। প্রথম বলে ছক্কা খেয়েও দলকে ৪ রানের জয় এনে দিয়েছেন রানা।
তবে ম্যাচটি শেষ ওভার পর্যন্ত নাও যেতে পারত। কারণ, অন্য বোলাররা যখন অকাতরে রান বিলিয়েছেন, সেখানে ৪ ওভারে ১ উইকেট নেওয়া সুনীল নারাইন দিয়েছেন মাত্র ১৯ রান। তাঁর স্পেলই হায়দরাবাদকে মাঝের ওভারগুলোতে ঝড় তুলতে দেয়নি। তবে তাঁর বিরুদ্ধে অবৈধ অ্যাকশনে বল করার অভিযোগ তুলেছেন সাইমন ডৌল।
রহস্য স্পিনার নারাইনের বোলিং নিয়ে প্রশ্ন এর আগেও বহুবার উঠেছে। ২০১৪ সালে ১৫ ডিগ্রির চেয়ে বেশি হাত বাঁকে এই যুক্তিতে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ফাইনাল খেলতে পারেননি। এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ ছিলেন।
২০১৬ সালে আবার বৈধতা ফিরে পেলেও ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগে আবার তাঁর অ্যাকশন অবৈধ বলে রায় পায়। ২০২০ সালে আইপিএলেও তাঁর অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়। প্রতিবারই অ্যাকশন বদলে আবার ফিরেছেন।
২০১৯ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা নারাইন গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এ কারণেই আবার পুরোনো অ্যাকশনে ফিরে যেতে পেরেছেন বলে মনে করেন ডৌল।
এ ব্যাপারে, ক্রিকবাজকে সাবেক কিউই পেসার বলেছেন, ‘নারাইন দুর্দান্ত করেছে। সে পরিস্থিতি বুঝতে পেরেছে। ওকে অবৈধ ঘোষণার পর কিছুদিন বাজে ফর্মে ছিল। সে একটু চাপে ছিল, অ্যাকশন একটু বদলাতে হয়েছে।’
তবে আবার ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন নারাইন। এ ব্যাপারে ডৌলের ব্যাখ্যা, ‘সে এখন জানে, আন্তর্জাতিক ক্রিকেট না খেলায়, ওর অ্যাকশন নিয়ে প্রশ্ন এখন আর কেউ তুলবে না। সে জানে, এখন আর এটা সমস্যা না, তা সে হয়তো কোনো উপায়ে নিজের পুরোনো অ্যাকশনে ফিরে গেছে। সে এখন পিচ থেকে আরও বেশি কিছু আদায় করছে। আজ রাতে উইকেট থেকে শুধু সে-ই যা একটু সুবিধা সেই আদায় করতে পেরেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।