এবারের আইপিএলে বেশি পারিশ্রমিক পাচ্ছেন যেসব তারকা

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৭তম আসরের নিলাম হয়ে গেল আজ। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

লখনউ সুপার জায়ান্টে ১৭ কোটি রুটিতে আছেন ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুল। ১৬ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে আছেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এবারের আইপিএলে পাবেন ১৬ কোটি রুপি। ১৫ কোটি রুপিতে বিরাট কোহলিকে ধরে রেখেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

১২ কোটিতে চেন্নাই সুপার কিংসে আছেন দলটির পাঁচবারের শিরোপাজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১২ কোটি রুপিতে মুম্বাইয়ে আছেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ।