জুমবাংলা ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ক্যান্সার প্রতিরোধে বেশি করে দেশি ফল-ফলাদি ও শাক-সবজি খেতে হবে। এগুলো খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং অনেক রোগের উপসর্গ কমবে। এ জন্য আমাদের বাসা বাড়ির আঙ্গিনায় কোনো জায়গা খালি রাখা যাবে না। সেখানে ফল-ফলাদি ও শাক-সবজি আবাদ করতে হবে।
তিনি বলেন, আমাদেরকে ধূমপান নিয়ন্ত্রণ করতে হবে। বাসাবাড়ির ভিতরে কোনো অবস্থাতেই ধূমপান করা যাবে না। প্রয়োজনে ধূমপান কালে ধূমপায়ীদের বাড়ির বাইরে চলে যেতে হবে। আমাদেরকে পান খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে। বাসস্ট্যান্ডকে ধূমপানমুক্ত ঘোষণা করা যেতে পারে। উপজেলা প্রশাসন বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব নিতে পারেন।
শুক্রবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ার টোক এলাকায় শরীফ মোমতাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ মাঠে ‘ক্যান্সার প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি এসব কথা বলেন।
পরে তিনি কলেজের বিপরীত পাশে একটি ক্যান্সার সেন্টার উদ্বোধন করেন। স্থানীয় শান্তি ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে এ সেন্টারের যাত্রা শুরু হয়।
শান্তি ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে আলোচনা করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক পারভীন শাহিদা আখতার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দীন আহম্মেদ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।