জুমবাংলা ডেস্ক : বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিনের জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেন।
আদালত সূত্রে জানা যায়, দুপুর ৩ টা থেকে ব্যাংক ম্যানেজারের জবানবন্দি গ্রহণ করা হয় রাত ৯টা পর্যন্ত। দীর্ঘ ৬ ঘণ্টার জবানবন্দিতে রুমা ব্যাংক ডাকাতির বিষয়ে বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছেন তিনি।
এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলুল হক বলেন, রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনের কাছ থেকে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। দীর্ঘক্ষণ জবানবন্দিতে রুমার ব্যাংক ডাকাতির মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা পরবর্তী পদক্ষেপ গ্রহণে কাজে লাগবে।
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা রুমার সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করার চেষ্টা করে। কিন্তু টাকা লুট করতে না পেরে যাওয়ার সময় ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে। বৃহস্পতিবার তাকে ছাড়তে ১৫-২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এসে বাজারের মসজিদ ও ব্যাংক ঘেরাও করে সবাইকে জিম্মি করে রাখে। এসময় তারা সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিতে না পেরে ডিউটি পুলিশের ১০টি অস্ত্র ও আনসার বাহিনীর ৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।