বিনোদন ডেস্ক : ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন শাহরুখের ‘পাঠান’ ছবিতে ‘টুয়েলভ এ’ রেটিং দিয়েছে! সেই সাথে প্রকাশ করেছে ‘স্পয়লার’!
ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন-এর ওয়েবসাইটে সিনেমার কাহিনী সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করা হয়েছে। ছবিতে এক মারাত্মক সিনথেটিক ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে একসঙ্গে কাজ করেন ছদ্মবেশী পুলিশ এবং জেল ফেরত আসামী।
ওয়েবসাইটে বলা হয়েছে, ১৪৬ মিনিটের এই ছবিতে যৌনতা, সহিংসতা আছে। সহিংসতার বিষয়ে ছবিতে বলা হয়েছে, ‘মুখে আঘাত দেখানো হয়েছে এবং গুলির আঘাতে রক্তপাতও দেখানো হয়েছে। যেসব চরিত্র ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের মুখের ত্বক পোড়া দেখানো হয়েছে’।
যৌনতার বিষয়েও বেশ কয়েকটি দৃশ্যের বর্ণনা আছে ওয়েবসাইটে। ভয়ানক দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘গর্ভবতী মহিলাকে বন্দুকের ভয় দেখিয়ে বেঁধে রাখা এবং ভয় দেখানো।’
এছাড়াও ঝুঁকিপূর্ণ দৃশ্য হিসেবে লেখা হয়েছে, ‘একজন নারী ও পুরুষের মুখে পানি ঢেলে নির্যাতনের দৃশ্য। কয়েকটি চরিত্রের গাড়ি দুর্ঘটনার দৃশ্য এবং গাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য। এছাড়াও একজন নারীর বরফে জমে থাকা লেকে পড়ে যাওয়ার দৃশ্য আছে।’
ওয়েবসাইটে লেখা হয়েছে ছবিটি অ্যাকশন ফিল্ম। বর্ণনা দেয়া হয়েছে সেইসব অ্যাকশন দৃশ্যেরও। আরও যোগ করা হয়েছে, ‘ভাইরাসের কবল থেকে বাঁচতে এক নারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করার মতো দৃশ্যটিও। তবে পর্দায় গুলির দৃশ্যটি দেখানো হয়নি।’
ভারতে বিতর্ক শেষে বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পাচ্ছে ‘পাঠান’। অগ্রিম টিকিট বিক্রিতে লেগেছে ধুম।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশরাজ ফিল্মের এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও আছেন জন অ্যাব্রাহাম।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।