বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউজফুল’। কমেডি ঘরানার এই সিনেমার একে একে চারটি কিস্তি মুক্তি পেয়েছে। তবুও দর্শকজনপ্রিয়তা কমেনি। চলতি বছর মুক্তি পেতে চলেছে হাউজফুল ফ্র্যাঞ্চাইসির পঞ্চম কিস্তি।
যা ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। এবার সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিল হাউজফুলের টিজার।
প্রযোজনা সংস্থা ‘নাদিয়াদওয়ালা গ্রান্ডসন এন্টারটেইনমেন্ট’-এর ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করা হয়েছে। সঙ্গে লেখা, ‘১৫ বছর আগে আজকের দিনে শুরু হয়েছিল পাগলামি! ভারতের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ফিরছে পঞ্চম কিস্তি নিয়ে, আর এবার শুধু কোলাহল আর কমেডি নয়, একেবারে কিলার কমেডি!
২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পেয়েছিল প্রথম ‘হাউসফুল’ ছবি।
আজ পা দিল ১৫ বছরে। তাই টিজার প্রকাশের জন্য এ বিশেষ দিনটিকেই বেছে নিয়েছেন নির্মাতারা।
‘হাউজফুলের প্রথম এবং দ্বিতীয় কিস্তি পরিচালনা করেছিলেন সাজিদ খান। ‘হাউজফুল ৩’ পরিচালনা করেছিলেন সাজিদ, সাজিদ সামজি, ফারহাদ সামজি।
চতুর্থ কিস্তি পরিচালনা করেছিলেন ফারহাদ সামজি। পঞ্চম কিস্তি পরিচালনা করেছেন তরুণ মনসুখানি। পরিচালক এবার গল্প নিয়ে যাচ্ছেন এক লাক্সারি ক্রুজ-এ, যেখানে একের পর এক টুইস্ট, হাসির রোল আর সুপারহিট গান— সব মিলে এক দুর্দান্ত জয় রাইড।
টিজারটি প্রকাশের পর থেকেই ভ্ক্তদের মাঝে উন্মাদনা দেখা যাচ্ছে। ইউটিউব থেকে ফেসবুক, টিজারের প্রশংসা করছেন দর্শকরা।
রহস্য জিইয়ে রাখা ফার্স্টলুক টিজারে দেখা গেছে সব বলিউডের সব নামিদামি তারকার মুখ। সেই সঙ্গে একটি খুনের রহস্য, যা ঘিরে এবারের গল্প।
হাউজফুলের প্রতিটি কিস্তিতেই একাধিক তারকা দেখা গেছে। তবে এবারের পর্বে যেন চমকের তালিকা অনেকটাই বড়! নতুন টিজারে দেখা গেছে তারকাদের মেলা। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফারদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, দিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর, সোনম বাজওয়া এবং আকাশদীপ সবিরসহ রয়েছেন একঝাঁক তারকা। বলতে গেলে অর্ধেক বলিউডই যেন হাজির! বহুল প্রতীক্ষিত সিনেমাটি পর্দায় আসবে ৬ জুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।