বিনোদন ডেস্ক : প্রথমে ‘সন অফ সর্দার ২’, এবার ‘আন্দাজ ২’—দুটি ছবির মুক্তির তারিখই পিছিয়ে গেল। কারণ? ‘সাইয়ারা’ ছবির অবিশ্বাস্য সাফল্য। শুরু থেকেই দুর্দান্ত ব্যবসা করছে ছবিটি। সেই সফলতার কথা মাথায় রেখেই নির্মাতারা পিছিয়ে দিচ্ছেন নতুন ছবিগুলোর মুক্তি।
আগে নির্ধারিত ছিল, ‘সন অফ সর্দার ২’ মুক্তি পাবে ২৫ জুলাই। এখন সেটি মুক্তি পাচ্ছে ১ অগস্ট। আবার, ১ অগস্ট মুক্তির তালিকায় ছিল পরিচালক সুনীল দর্শনের ছবি ‘আন্দাজ ২’। এখন সেটিও এক সপ্তাহ পিছিয়ে গিয়ে মুক্তি পাবে ৮ অগস্ট।
হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এই প্রশ্নের উত্তরে পরিচালক সুনীল দর্শন বলেন, “মোহিত সুরির ‘সাইয়ারা’ এমন ওপেনিং নেবে, এত ভালো ব্যবসা করবে—এটা আগে থেকে অনুমান করা যায়নি। এখন বোঝা যাচ্ছে, আগামী সপ্তাহেও দর্শকরা মূলত এই ছবিটিই দেখতে চাইবেন।”
তিনি আরও বলেন, “এই অবস্থায় নতুন ছবির মুক্তি দেওয়া মানে রিস্ক নেওয়া। যেহেতু ‘সন অফ সর্দার ২’ এখন ১ অগস্ট মুক্তি পাচ্ছে, তাই ‘আন্দাজ ২’ এক সপ্তাহ পিছিয়ে ৮ অগস্টে নিয়ে যেতে হলো।”
সুনীল দর্শনের মতে, “সিনেমা হল পাওয়াটাও একটি বড় বিষয়। যখন কোনো ছবি হিট করে, তখন সেই ছবির জন্য হল সংখ্যা বেড়ে যায়। তখন নতুন ছবিগুলো খুব অল্প হলে মুক্তি পায়, যা ব্যবসার পক্ষে ক্ষতিকর।”
তিনি আরও যোগ করেন, “আন্দাজ ২ একটি নতুন মুখদের নিয়ে তৈরি ছবি। তাই এটাকেও ‘সাইয়ারা’-র মতো শক্তিশালী একটি গ্র্যান্ড ওপেনিং দরকার। সেই কারণে মুক্তি পিছিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না।”
এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে—ইন্ডাস্ট্রি এখন নতুনদের জায়গা দিতে আগ্রহী। এমনকি সুপারস্টাররাও এখন পিছিয়ে যেতে রাজি, যদি সেটা ব্যবসার স্বার্থে হয়। কারণ এখন সবাই বুঝতে শিখেছেন—প্রতিযোগিতা নয়, বরং সব ছবির ভালো ব্যবসা করাটাই গুরুত্বপূর্ণ।
অনেকেই মনে করছেন, যশ রাজ ফিল্মসের মতো একটি বড় প্রযোজনা সংস্থা যখন ‘সাইয়ারা’র পেছনে আছে, তখন অন্য নির্মাতারা মুক্তির তারিখ পিছিয়ে দেওয়াকেই নিরাপদ পথ হিসেবে দেখছেন। কারণ তারা বুঝেছেন, ছবি চললে শুধু হলে জায়গা পাওয়া নয়, প্রচারেও বাধা আসতে পারে নতুন ছবিগুলোর জন্য।
সব বিবেচনায়, নির্মাতারা এখন সময় নিচ্ছেন। পরিসংখ্যান বলছে, বক্স অফিসে ‘সাইয়ারা’ ইতিমধ্যেই ১০০ কোটির ঘর পার করে ফেলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।