আন্তর্জাতিক ডেস্ক : ১৪ বছরের ধর্ষিতা কিশোরীর গর্ভপাত করানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ৩০ সপ্তাহের গর্ভবতী ওই নির্যাতিতা কিশোরী। ভারতীয় আইনে সর্বাধিক ২০ সপ্তাহের গর্ভাবস্থা অবধি গর্ভপাত করা যায়। সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে কিছু ক্ষেত্রে এর আগে ২৪ সপ্তাহ অবধি গর্ভাবস্থায় গর্ভপাত করানোর অনুমতি দেওয়া হয়েছে। এবার শীর্ষ আদালতের তরফে ৩০ সপ্তাহের এক গর্ভবতী কিশোরীকে গর্ভপাতের অনুমতি দেওয়া হল।
সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এক ১৪ বছরের কিশোরীকে গর্ভপাতের অনুমতি দেয়। ১৪ বছরের এই নির্যাতিতা কিশোরীর ৩০ সপ্তাহের গর্ভাবস্থা চলছে। শীর্ষ আদালতের তরফে অবিলম্বে গর্ভপাত করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিওন হাসপাতালে চিকিৎসকদের একটি বিশেষ টিমের অধীনে এই গর্ভপাত করানো হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে সুরক্ষিতভাবে কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া ও গর্ভপাত করানোর নির্দেশ দেওয়া হয়েছে। গর্ভপাতের যাবতীয় খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার।
এর আগে বম্বে হাইকোর্ট ওই কিশোরীর গর্ভপাত করানোর আর্জি খারিজ করে দিয়েছিল। এরপর কিশোরী শীর্ষ আদালতের দ্বারস্থ হলে, এ দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “এই অবস্থায় গর্ভপাত করানোয় কিছু ঝুঁকি থাকলেও, মেডিক্য়াল বোর্ড মনে করেছে এই ঝুঁকির তুলনায় গর্ভাবস্থা পূরণ করে প্রসব করা আরও বেশি ঝুঁকির।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।