বচ্চন পরিবারের অবাক করা সম্পদের পরিমাণ!

বচ্চন পরিবার

বিনোদন ডেস্ক : বলিউডের আদর্শ পরিবারের মধ্যে অন্যতম হলো বচ্চন পরিবার। এ পরিবারের সদস্যদের নিয়ে নেটিজেনদের ব্যাপক আগ্রহ। তাদের লাইফস্টাইল থেকে শুরু করে সবই জানতে চান তারা। বচ্চন পরিবারের সম্পদের পরিমাণ কত? এমনটাও জানতে চান অনেকে।

বচ্চন পরিবার

বলিউডের তারকাদের সম্পত্তি সাধারণ মানুষের বরাবরই কৌতুহল দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বচ্চন পরিবারের মোট সম্পদের পরিবার ৫০০০ কোটি রুপি। তার মধ্যে অমিতাভ বচ্চনের সম্পদের পরিমাণ ৩১১০ কোটি ভারতীয় রুপি। বিগ-বি সম্পদের পরিমাণ ছিল মূলত ৩১৬০ কোটি। এ বছর দীপাবলিতে শ্বেতা বচ্চনকে ৫০ কোটি উপহার দিয়েছেন এ অভিনেতা।

বচ্চন পরিবারের সম্পদের পরিমাণে দ্বিতীয় অবস্থানে আছেন জয়া বচ্চন। তার সম্পদের মোট পরিমাণ ১০৮৩ কোটি ভারতীয় রুপি। ২০১৮ রাজ্য সভায় মনোনয়ন জমা দেয়ার আগে সম্পদের তালিকায় ১০০০ কোটি উল্লেখ করেছিলেন জয়া। ৫ বছরে তা বেড়েছে ৮৩ কোটি রুপি।

৮২৮ কোটি ভারতীয় রুপি সমমূল্যে সম্পদ আছে বচ্চন পরিবারের বধু ঐশ্বরিয়া রায়ের। ভারতীয় গণমাধ্যম বলছে, ননদ শ্বেতা বচ্চনের চেয়ে ৫৯০ শতাংশ সম্পদ বেশি ঐশ্বরিয়ার। মূলত ‘পোন্নিইন সেলভান’ সিনেমায় অভিনয়ের পর সম্পদ বেড়েছে সাবেক এ বিশ্বসুন্দরীর। পাশাপাশি পারিশ্রমিকও বেড়েছে তার।

এবার হয়ত আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে অভিষেক বচ্চন কত কোটির মালিক? বলছি, অভিষেক বচ্চন ২৮০ কোটি রুপি। স্ত্রী ঐশ্বর্যর থেকে অনেকটাই কম উপার্জন অভিষেকের। তার সম্পত্তির মূল্যও স্ত্রীর চেয়ে অনেকটাই কম।

বচ্চন পরিবারের মেয়ে শ্বেতা বচ্চন নন্দার সম্পদের পরিমাণ ১১০ কোটি। দীপাবলির দিন অমিতাভ বচ্চন ৫০ কোটি রুপির সম্পত্তি উপহার দিয়েছেন শ্বেতাকে। কিন্তু তাতেও তার সম্পত্তি বাড়েনি। এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম।

এবার টাইম আউট শোয়েব মাকসুদ

এছাড়া আগস্থ নন্দর সম্পদের পরিমাণ ২ কোটি। বচ্চন পরিবারের সবচেয়ে কম সম্পত্তি আগস্থার। বলিউডে সদ্য অভিনয় করতে শুরু করেছেন আগস্থ। জোয়া আখতারের ছবি ‘দ্যা আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে তার। অন্যদিকে নব্যা নভেলি নন্দার সম্পদের পরিমাণ ১৬ কোটি ভারতীয় রুপি।